আবদুর রাজ্জাক,কক্সবাজার-১৫ মার্চ
কক্সবাজার সদর মড়েল থানা পুলিশ শহরের বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ৭ জন  গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ মার্চ) সকাল হইতে বুধবার (১৪ মার্চ)  সকাল পর্যন্ত সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফরিদ উদ্দিন খন্দকার,ওসি (তদন্ত) মোঃ কামরুল আজম ও ওসি (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোঃ মাইন উদ্দিনের নেতৃত্বে পুলিশের পৃথক টিম শহরের বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন পলাতক আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন,তৌহিদুল ইসলাম (৩৮), পিতা- এনবি মকতুল আহমদ,সাং- দক্ষিন নয়াপাড়া বাজার,নুরুল আবছার (২৮), পিতা- মৃত আবুল কাশেম,সাং- মাইজ পাড়া, পিএমখালী,ছৈয়দুল হক (৪৫), পিতা- আবু সৈয়দ, সাং- চান্দের পাড়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার,আব্দুল আজিম (২৫), পিতা- নূর মোহাম্মদ, সাং- উত্তর নুনিয়ারছড়া, (আল্লাহ মালিক ফ্যাক্টরির ভিতরে) কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার,রিয়াজ @ লেদিয়া (২০), পিতা- মৃত সিরাজ, সাং- টাংকি বাজার, থানা- মাইজদী, জেলা- নোয়াখালী, সালাহ উদ্দিন @বাবলু (১৯), পিতা- আবু ছৈয়দ সওদাগর, সাং- পশ্চিম পাড়া, বিমান বন্দর পূর্ব পাশে, থানা ও জেলা- কক্সবাজার,মনির আহাম্মদ (২০), পিতা- মৃত ফরিদুল আলম, সাং- গরুর হালদা, দক্ষিন রুমালিয়ারছড়া, থানা ও জেলা- কক্সবাজার। গ্রেফতারকৃতদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে বলে থানা সূত্রে প্রকাশ।এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, শহরের ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী,সন্ত্রাসী ও ছিনতাইকারীদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত  করার লক্ষ্যে  চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।