শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর : তাং ১৪-০৩-১৮ ইং

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজ সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে চলছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলাতেও উন্নয়নের মহাযজ্ঞ চলমান রয়েছে। শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন অঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছে সরকার। বাংলাদেশের সুনাগরিকদের জন্য অত্যাধূনিক জাতীয় স্মার্ট কার্ড তৈরী করে বিশে^র কাছে বেশ প্রসংসিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে জাতীয় স্মার্ট কার্ড সবার কাছে পৌছে দিচ্ছে সিইসি। ১৪ মার্চ সকাল ১০টায় সদর উপজেলার চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও টীম প্রধান রেজাউল করিম, সহকারী টীম প্রধান জসিম উদ্দীনের সার্বিক সহযোগিতায় স্থগিত হওয়া ৮ও ৯নং ওয়ার্ডের ৬ হাজার নারী-পুরুষদের মাঝে স্মার্ট কার্ড বিতরন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এহেছানুল হক, সাবেক সভাপতি হাবিব উল্লাহ হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজাহান মনির, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ২ মোহাম্মদ মিয়া জঙ্গি, ইউপি সদস্য মাষ্টার মোস্তফা কামাল, চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, উপজেলা ছাত্রলীগ নেতা তানজিব ওয়াহিদ লোটাস, চৌফলদন্ডী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আমান, চৌফলদন্ডী কমিউনিটি পুলিশের সভাপতি নেজাম উদ্দীন শাওনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জাতীয় স্মার্ট কার্ড সংগ্রহ পূর্বক বিতরণের শুভ সূচনা করেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য দেশবাসীকে আহবান জানান।