খালেদ হোসেন টাপু, রামু :

কক্সবাজার রামুতে ০৩ দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। সোমবার মেলা সমাপনীর দিনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলা বিভিন্ন স্টল পরিদর্শন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। সঙ্গে ছিলেন রামু উপজেলার নির্বাহী অফিসার মোহাং শাজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন, রামু এসিল্যান্ড চাই থোয়াইহলা চৌধুরী, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসাইনুল ইসলাম মাতব্বর, সহকারী প্রকৌশলী আলাউদ্দিন খান, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী, সাংবাদিক খালেদ হোসেন টাপু, শিক্ষক সুমথ বড়–য়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। গত শনিবার ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির মেলা উদ্বোধন হয়।