আমান উল্লাহ, টেকনাফ:

মায়ানমার হতে নৌকা যোগে ইয়াবার চালান পাচার হয়ে আসার সময় ১৫ হাজার ৪৩২ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে, মায়ানমারের মংডুর সুধাপাড়ার বদি আলমের ছেলে মোঃ জোবায়ের (২০), টেকনাফের বড়ইতলী গ্রামেরর মৃত ইকবাল আহমদের ছেলে দীল মোহাম্মাদ (১৯) ও শফি উল্লাহর পুত্র মোঃ আনোয়ার হোসেন (১৮)।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে একটি নৌকা নাফ নদ হয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল কেওড়া বাগানে ঔঁৎ পেতে থাকে। ওই নৌকাটি টেকনাফের বড়ইতলী বরাবর নাফ নদের কিনারায় কেওড়া বাগানের পৌঁছলে বিজিবি টহলদল নৌকায় থাকা ইয়াবা পাচারকারীদের চ্যালেঞ্জ করে। এসময় নৌকাটি দ্রুত গতিতে মায়ানমারের দিকে চলে যায় এবং ইয়াবা পাচারকারীরা লাফ দিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।