খালেদ হোসেন টাপু, রামু:
রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ (৭৩) রবিবার সকাল ১১টায় ফতেখাঁরকুল অফিসেরচর লামারপাড়া নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি …………. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সন্ধ্যা ৬.৩০ মিনিটে অফিসের কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী, রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, মাষ্টার নুরুল আমিন ও মরহুমের বড় ছেলে আবু রাশেদ। এর আগে বাংলাদেশের জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা সংসদের পতাকা ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে মরহুম মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাজাহান আলির নেতৃত্বে রামু থানার এসআই ছানাউল্লাহসহ পুলিশ ফোর্স। জানাজা শেষে তাঁর মরদেহ অফিসেরচর খোন্দকার পাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ রামু অফিসেরচর খোন্দকার পাড়ার মরহুম ফয়েজুল্লাহ কন্ট্রাকটারের ছেলে ও রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মজলিসে শুরা সদস্য। মরহুমের ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মহব্বত জানান, গত ৪ মার্চ রাত দু’টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ। পরদিন সোমবার সকালে তাঁকে কক্সবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ ব্রেইন স্টোক করেন। বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের মৃত্যুর খবর শুনে একনজর দেখতে রামু অফিসেরচর লামার পাড়া মরহুমের বাড়িতে ছুটে যান, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন সহ বিভিন্ন গ্রামের মানুষ। আগতরা মরহুমের জন্য গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুম বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের রুহের মাগফিরাত কামনায়, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সহ গ্রামের মসজিদ এবং মরহুমের নিজ বাড়িতে খতমে কুরআন, তাহলীল ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শাহজাহান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, রামু চৌমুহনী বণিক সমিতির সভাপতি রফিকুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, নুুরুল হক চৌধুরী, রামু যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আনছারুল হক ভুট্টো, সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপু, উপজেলা সৈনিকলীগের সভাপতি মিজানুল হক রাজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মো. মোস্তাক, সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ প্রমুখ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুন অর রশিদের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।