হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফের মাঠ পর্যায়ে সবজি ক্ষেতে চিকিৎসার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আনুষাঙ্গিক যন্ত্রপাতি নিয়ে সব্জী ক্ষেতে পোকা-মাকড়ের চিকিৎসায় কৃষকদের দোরগোড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ আয়োজন কৃষকদের মাঝে সাড়া ও উৎসাহ জাগিয়েছে।

জানা যায়, ১১ মার্চ দিন ব্যাপী টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া ও লেঙ্গুরবিল গ্রামে চলে ব্যতিক্রমধর্মী সব্জী ক্ষেতে পোকা-মাকড়ের চিকিৎসা। টেকনাফ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলামের নির্দেশনায় উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শফিউল আলম কুতুবী সরেজমিন কৃষকদের সব্জী ক্ষেত পরিদর্শন করেন। তিনি কৃষকদের বাঁধা কপি, ফুল কপি, বেগুন, মরিচ, টমেটো, গোল আলু, মিষ্টি আলু, ভুট্রা, তরমুজ, বাদাম, ঝাঁড় সীম, পেলং, করলা ডেঢ়স, পান ইত্যাদি ক্ষেত সরেজমিন পরিদর্শন করে পোকায় আক্রান্ত নমুনা সংগ্রহ করেন। এরপর কৃষকদের নিয়ে উঠান বৈঠক করে কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা এবং পরিক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।