সিবিএন:
কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড় এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
রবিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন।
আটকরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে জানে আলম (৩০) ও টেকনাফ ফুলের ডেইল এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ আলমগীর হোসেন (২০)
মেজর রুহুল আমিন বলেন, কক্সবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলাতলীর ডলফিন মোড় এলাকায় অভিযানা চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৭৬ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।