হুমায়ূন রশিদ, টেকনাফ:
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে। ১১ মার্চ ভোরে উপজেলার উপকূলীয় জনপদ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ শীলখালী চাকমা পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো- ওই এলাকার অং জাইনু চাকমার পুত্র নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মংপেছা চাকমা (২৮), হাজম পাড়ার ছৈয়দ আলমের পুত্র বেলাল উদ্দিন (২০), হলবনিয়ার হায়দর রহমানের ছেলে বন ও চুরি মামলায় পলাতক জাহেদ হোছন (৩০), শীলখালী চৌকিদার পাড়ার মৃত আবুল কাশিমের পুত্র আবুল হোছন (৩০)।
পরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফে পলাতক ৪ আসামী গ্রেফতার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।