মো: রেজাউল করিম, ঈদগাঁও
ঈদগাঁওতে বখাটের কারণে মাদরাসা ছাত্রীর পড়া লেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় ডায়েরী করা হয়েছে।
অভিযোগ হলো- ঈদগাহ চাঁদেরঘোনা এলাকার কামাল উদ্দীনের মেয়ে (সঙ্গত কারণে নাম প্রকাশ করা হয়নি) স্থানীয় শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
সে মাদরাসা যাওয়ার পথে একই এলাকার জামাল উদ্দীনের বখাটে পুত্র হারুন অর রশিদ নানাভাবে উত্যক্ত করে আসছিল।
বিষয়টি বখাটের পিতাকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়নি। উল্টো মেয়ের পক্ষকে অশালীন ব্যবহারে তাড়িয়ে দেয়।
গত ৫ ই মার্চ বিকালে উক্ত হারুন তার ২/৩ জন সহযোগীকে নিয়ে এ ছাত্রীর প্রাণনাশসহ তার ঘরে অগ্নি সংযোগের হুমকী দেয়। এতে সে কিংকতর্ব্য বিমুঢ় হয়ে পড়ে।
এদিকে বারবার চলার পথে অশালীন আচরণ ও উত্যক্তকরণের কারণে নিরুপায় হয়ে ভিকটিম ছাত্রী ১০ মার্চ লিখিত আবেদনের মাধ্যমে মাদরাসায় আর পড়তে যাবেনা মর্মে মাদরাসা সুপারের কাছে আবেদন দিয়েছে। এর আগে বখাটেদের অব্যাহত উত্যক্তকরণের কারণে গত ২৬ ফেব্রুয়ারী থেকে ওই ছাত্রীর মাদরাসায় যাওয়া বন্ধ রয়েছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগীর বড় ভাই ইকবাল হাসান কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়রী করেছেন। এতে বখাটে হারুনসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।