ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দোয়া কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার(১০মার্চ) বাদে আছর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সহসভাপতি এম ফরহাদ হোছাইনের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।
কক্সবাজারের তুমুল জনপ্রিয় জনপ্রতিনিধি, দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদের গুম রাজ্যের অন্ধকার জগতে হারিয়ে যাওয়ার ৪তম গুম দিবস উপলক্ষ্যে তার সুস্থতা কামনায় আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সহ সভাপতি ও টৈটং ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম ইমন, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মফিজুর রহমান, হেলাল উদ্দিন, আসাদ রুবেল, আমিনুর করিব, নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ করিম, জয়নাল আবেদীন, এটিম জাহেদ, নবাব শরীফ, শোয়াইবুল ইসলাম, আজম ইকবাল, রাশেদুল ইসলাম, ফাহিম কামাল, পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উজানটিয়ার সভাপতি নবাব শরীফ, সাধারণ সম্পাদক কাইছার, সাংগঠনিক সম্পাদক হাশেম সিকদার, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি এইচএম শাহিন, পেকুয়া জিএমসি স্কুল ছাত্রদলের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক রুবেল, কেজি স্কুল ছাত্রদলের সভাপতি জাকের ও সসাধারণ সম্পাদক আরিফ প্রমুখ।
খতমে কোরআন শেষে মৌলানা দেলোয়ার হোসেনের নেতৃত্বে এক বিশেষ মোনাজাতে দলীয় নেতাকর্মীরা সালাহউদ্দিন আহমদের রোগমুক্তি, বিপদআপদ থেকে রক্ষা ও সুস্থতা কামনা সহ তার পরিবারের মঙ্গল কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।