নিজস্ব প্রতিবেদক
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ মোঃ আইয়ুব (৪০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে টেকনাফ সদরের হোটেল দ্বীপ প্লাজার পূর্ব পাশ্বের রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় সে ইয়াবাগুলো পাচারের জন্য নিচ্ছিল। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খয়রাতি পাড়ার জাফর আহম্মদ এর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটক ব্যক্তি ইয়াবা ট্যাবলেটগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।