মো. আশফাক উদ্দীন আরফাত:
কক্সবাজার সদর উপজেলাধীন জালালাবাদ এডঃ মুজিবুর রহমান আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
৮ মার্চ শিক্ষা সফরে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা রামু সেনানিবাস, রামু বোটানিক্যাল গার্ডেন, ইনানী বীচ, হিমছড়ি পিকনিক স্পটে আনন্দঘন সময় অতিবাহিত করে। একই দিন সন্ধ্যায় স্কুল প্রাঙ্গনে শিক্ষা সফরের কর্মসূচি সমাপ্ত হয়।
এতে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন- স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহ-প্রধান শিক্ষক সাহেদ কামাল, শিক্ষীকা সাদিয়া মুনমুন রিমা, রোকসেনা আক্তার, শিক্ষক ইসহাক আহমেদ, জিল্লুর রহমান প্রমুখ।
শিক্ষা সফরের সার্বিক সহযোগীতা করেন স্কুলের প্রতিষ্টাতা ও সভাপতি এডঃ মুজিবুর রহমান।
এডঃ মুজিবুর রহমান আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
