শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭১ বর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব শুরু হচ্ছে জুমাবার। গৌরব ও সাফল্যের ২ দিন ব্যাপী এ উৎসবের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মাঠে প্রথম দিন তথা ৯ ই মার্চ ২ দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে ধর্মীয় কর্মসূচীর মাধ্যমে। এ দিন বাদে আছর প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল ও হিন্দু ধর্মীয় মতে প্রার্থনার আয়োজন রয়েছে। ১০ ই মার্চ বিদ্যালয় মাঠে সুসজ্জিত অনুষ্ঠান স্থলে মূল কর্মসূচী শুরু হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শপথ, জাতীয় ও পুনর্মিলনী পতাকা উত্তোলন, উদ্বোধন ঘোষণা, আহবায়ক ও অতিথিদের স্বাগত বক্তব্য, সম্মাননা প্রদান, বাজার ও বাসষ্টেশনে বর্ণাঢ্য শোভাযাত্রা, সতীর্থ সাক্ষাৎ, পুনর্মিলনী সভা, স্মৃতিচারণ, র‌্যাফল-ড্র, আড্ডা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৮ ই মার্চ বিকালে অনুষ্ঠানস্থল হাই স্কুল মাঠে সর্বশেষ প্রস্তুতি উপলক্ষে পুনর্মিলন উদযাপন পরিষদ কর্তৃক এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এতে এ সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন উদযাপন কমিটির আহবায়ক কউক চেয়ারম্যান লে: ক: (অব:) ফোরকান আহমদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক ফিরোজ আহমদ, যুগ্ম আহবায়ক শওকত আলম, সদস্য সচিব মাষ্টার জসিম উদ্দীন। উপ-কমিটির কার্যক্রমের প্রস্তুতি সম্পর্কে জানান অভ্যর্থনা উপ-কমিটির সমন্বয়কারী এম. মমতাজুল ইসলাম, ধর্মীয় উপ-কমিটির সমন্বয়কারী মমতাজ আহমদ মেম্বার, অর্থ উপ-কমিটির সমন্বয়কারী জাফর আলম এম.এ, ক্রয় উপ-কমিটির পক্ষে চেয়ারম্যান ছৈয়দ আলম, আপ্যায়ন উপ-কমিটির সমন্বয়কারী ছানা উল্লাহ, র‌্যাফল ড্র উপ-কমিটির সমন্বয়কারী বজল আহমদ, নিরাপত্তা উপ-কমিটির সমন্বয়কারী হুমায়ুন কবির হিমু, মিডিয়া উপ-কমিটির সদস্য তারিকুল হাসান (তারেক), সাজ-সজ্জা উপ-কমিটির সমন্বয়কারী জানে আলম, নিবন্ধন উপ-কমিটির সমন্বয়কারী কাফি আনোয়ার, ডাটাবেজ সংরক্ষণ কমিটির সমন্বয়কারী রাজিবুল হক চৌং রিকো, স্মৃতিচারণ-আড্ডা কমিটির সমন্বয়কারী মো: নুরুল আমিন হেলালী, সাংস্কৃতিক উপ-কমিটির সমন্বয়কারী ওসমান সরওয়ার ডিপো ও প্রকাশনা কমিটির সমন্বয়কারী সরওয়ার কামাল। উপস্থিত ছিলেন আলহাজ্ব ছব্বির আহমদ এম.এ, খোরশেদ আলম, কামরুল হাসান বাবু, নুরুল মোস্তফা, ডা: আব্দুল কুদ্দুছ মাখন, শাহাব উদ্দীন চৌধুরী, শোভাযাত্রা উপ-কমিটির সমন্বয়কারী সেলিম মোর্শেদ ফরাজী, তথ্য প্রযুক্তি উপ-কমিটির সমন্বয়কারী নুরুল ইসলাম, নুরুল আমিন, মাওলানা খোরশেদ আলম, আলী আহমদ, এনামুল এনাম, মো: আযমগীর, জাহাঙ্গীর আলম রকিসহ অনেকে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় থাকবে ঢাকা থেকে আগত এ প্রজম্মের কণ্ঠ শিল্পী ঐশী ও তার দল। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠান আলোকিত করবেন কবি মুহম্মদ নুরুল হুদা, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দীন আহমেদ, ডি.জি.এফ.আই এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাফরুহা মেরি, ঢাকা বিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল হক (শাহ জাহান), ড. সলিম উল্লাহ, ব্যারিষ্টার মিজান সাঈদ, ব্যারিষ্টার নুরুল আজিম প্রমূখ। এছাড়া উপস্থিত থাকবেন সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল ও জাতীয় মহিলা সংস্থার কক্সবাজারস্থ চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমদ। উৎসব উপলক্ষে ম্যাগাজিন, পরিচয়পত্র, টি-শার্ট, ব্যাগ, ক্যাপসহ অন্যান্য জিনিসপত্র প্রদান করা হবে। উৎসবে তের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও পাঁচ শতাধিক সঙ্গী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে বাসষ্টেশনে বর্ণাঢ্য তোরণ নির্মাণ ও বিদ্যালয় গেইটে আলপনাসহ দেয়াল সজ্জিত করা হয়েছে।