প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), কক্সবাজার সিটি কলেজ শাখার কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা লালদিঘীর পাড়স্থ কক্সবাজার জেলা জাসদ কার্যালয়ে ৮ই মার্চ বিকাল ৫টায় বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জাসদের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ হোসাইন মাসু, শহর জাসদ নেতা নুর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা জাসদের আহ্বায়ক আশরাফুল করিম সিকদার নোমান, সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার শহর শাখার আহ্বায়ক আব্দুর রহিম, জেলা ছাত্রলীগ নেতা কাইছার হামিদ, সিটি কলেজ ছাত্রলীগের নব গঠিত কমিটির আহ্বায়ক ওমর ফয়সাল (শায়ন), যুগ্ম আহ্বায়ক, মোঃ সালাউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক মাহফুজ উদ্দিন, সদস্য- যথাক্রমে মোঃ আব্দুর রহিম, মোঃ কামাল হোসেন, মোঃ তৈয়বুল মালেক (সাকিব), মোঃ মামুনুর রশিদ, আরাফাত হোসেন, মোঃ সোহেল। সভায় সর্বসম্মতিক্রমে ওমর ফায়সাল (শায়ন) কে আহ্বায়ক, সালাহউদ্দিন (রনি) কে যুগ্ম আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়।