সাইফুল ইসলাম:

“সময় এখন নারীর:উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা” এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে পাবলিক লাইব্রেরী (শহীদ দৌলত ময়দানে) ফিতা কেটে নারি উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় কক্সবাজারের বিভিন্ন নারী সংগঠনের নারীরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. আশরাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজারের ডেপুটি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর, জাতীয় মহিলা সংস্থা কক্সবাজারের চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমদ, সদরের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা ও স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাগো নারি উন্নয়ন সংস্থার সভাপতি শিউলি শর্মা, মহিলা আওয়ামীলেগের সহ-সভাপতি দীপ্তি শর্মা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হোসনা, উর্মি মহিলা সমিতির সভাপতি হামিদা তাহের, শহর আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা শাহেনা আক্তার পাখি ও ঝিনুকমালা মহিলা সমিতির সভাপতি ফরিদা বেগম।

নারি দিবসের মূল লক্ষে হচ্ছে, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অধিকার রক্ষা। এই দিবস উপলক্ষে শহীদ দৌলত ময়দানে নারি উন্নয়ন মেলায় অন্তত ১৫ টি স্টল রয়েছে।