শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর।

কক্সবাজার সদরের ইসলামাবাদ পুর্ব গজালিয়া এলাকা থেকে বসত বাড়ি ডাকাতি পরবর্তী গৃহস্থকে ধরে নিয়ে যাওয়ার চারদিন পর দেড় লক্ষাধিক টাকা মুক্তিপন দিয়ে অবশেষে স্বজনদের মাঝে ফিরে এসেছে আবদু শুক্কুরের পুত্র বৃদ্ধ ছৈয়দ আলম( ৭০)।বিষয়টি নিশ্চিত করে বৃদ্ধের পুত্র শাহ আলম ও ছমুদুল করিম জানায়,গত শনিবার রাতে অপহরনের পর থেকে অপহরনকারী দল তাদের কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। দীর্ঘ দফারফার পর গতকাল ৭ মার্চ বুধবার বিকাল ৫ টার দিকে দেড় লক্ষাধিক টাকা মুক্তিপণ দিলে তার বাবা ছৈয়দ আলমকে ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ির ঢালার একটু পুর্বে ছেড়ে দেয়।পরে তার স্বজনরা উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে ভর্তি করে।তার শরীরের রশি,মারধরের চিহ্ন দেখা গেছে।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া বৃদ্ধা আবদু শুক্কুর স্বজনদের মাঝে ফিরে এসেছে বলে শুনেছেন।উল্লেখ্য,গত শনিবার রাতে অপহৃত বৃদ্ধার বাড়িতে ডাকাতি পরবর্তী তাকে ধরে নিয়ে গহীন জঙ্গলে নিয়ে যায় একদল অপহরকারী।