শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ১৭-প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপ থেকে অংশ নিয়ে উচ্চলাফ বিষয়ে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে কক্সবাজার সদরের পশ্চিম পোকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রেবেকা তাজনুর তাছিকা। সে একই এলাকার মুস্তাক আহমদ ও রাবিয়া বেগম দম্পতির কন্যা। এদিকে ২য় স্থান অধিকার করায় যোগ্যতার স্বীকৃতি স্বরূপ তাকে নগদ অর্থ ও পুরুস্কারসহ সনদ প্রদান করেন প্রাাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়। এ উপলক্ষে গতকাল ৬ মার্চ বিকাল ৪ টায় ঢাকাস্থ ওসমান গনি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আবদুল হামিদ।এদিন রেবেকা তাজনুর তাছিকা রাষ্ট্রপতির হাত থেকে সনদ ও সম্মাননা নেন।এদিকে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে স্থানীয়রা।