এম আবুহেনা সাগর, ঈদগাঁও :

জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭১ বছর পুনর্মিলনী উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সাজছে বিদ্যালয়টি। আসন্ন ১০ মার্চ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব। ইতোমধ্যে বৃহত্তর ঈদগাঁওর সবত্রই এলাকা জুড়ে পুনর্মিলন কেন্দ্রিক ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে। পুনর্মিলন উৎসব ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ, চলছে ব্যাপক প্রাক প্রস্তুতি। জেগে উঠেছে নব আনন্দের সঞ্জীবনী, জাগছে চিরতারুণ্যের ঐকতান। সে সাথে বিদ্যালয়ের ভেতরে এবং বাহিরে আলোক সজ্জায় ছেয়ে গেছে।
পুনর্মিলন উৎসবের আহবায়ক ও ককসবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল ফোরকান আহমদের প্রত্যক্ষ তদারকিতে এগিয়ে চলছে উৎসবের প্রস্তুতি । ৭ মার্চ গোধুলি লগ্নে পুনর্মিলন উৎসবের লোগো খচিত বিশাল আকৃতির বেলুন উড্ডয়নের মাধ্যমে ঐ উৎসবের প্রাক প্রস্তুতি পর্বের আনুষ্ঠানিক শুভযাত্রা ঘোষনা করেন উৎসব প্রধান লে. কর্ণেল ফোরকান আহমদ। এ সময় বিভিন্ন উপকমিটির সদস্য,বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বিগত পক্ষকাল ধরে স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্টানের ৭১ বছর পূর্ণমিলন ব্যাপক পরিসরে উদযাপন করার লক্ষে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতিমুলক মত বিনিময় সভা অব্যাহত ছিল।