সংবাদ বিজ্ঞপ্তি:
নিজেদের অস্তিত্ব রক্ষায় নির্ধারিত এম.আর.পিতে ওষুধ বিক্রয় করার আহবান জানিয়েছেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সমীর কান্তি সিকদার। তিনি বলেন, এম.আর.পি বাস্তবায়ন সময়ের দাবী। তা মেনে না চললে আমাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে। নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রির ব্যাপারে সবাই আন্তরিক হোন।

মঙ্গলবার (৬ মার্চ) বিকালে সমিতির কক্সবাজার জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সমীর কান্তি সিকদার এসব কথা বলেন।

কক্সবাজার শহরের হোটেল শৈবাল প্রাঙ্গনে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নুরুল গণি, জাকির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য।

কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে এবং সদস্য শেখ সেলিমের পরিচালনায় এতে সাংগঠনিক প্রতিবেদনসহ বিবিধ বিষয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান।

বার্ষিক সভায় আরো বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, রামুর আজিজুল হক, চকরিয়ার কামাল উদ্দিন, নিবেদন কান্তি দাশ, জসিম উদ্দিন, আবদুল বারী, মুকুল, পেকুয়ার মো. শোয়াইব, মো. ফোরকান, মহেশখালীর সাইফুল ইসলাম, তুষার কান্তি দে, উখিয়ার ডা. আবদুর রহিম, কুতুবদিয়ার রাজিব সেন, মহিউদ্দিন।

সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে প্রীতিভোজের মাধ্যমে সমিতির বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের সমাপ্তি হয়। এতে সংগঠনের সংশ্লিষ্টরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভার কারণে ফার্মেসী বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছেন সমিতির নেতৃবৃন্দ।