সংবাদ বিজ্ঞপ্তি :

মঙ্গলবার মালয়েশিয়া প্রবাসী কক্সবাজার জেলাবাসীদের উদ্যোগে কক্সবাজার জেলায় শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজাার সিটি কলেজের অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ ক্য থিং অংকে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন সন্ধ্যায় কুলালামপুর শহরে জালান ইম্বিস্থ রসনা বিলাস রেস্তোরায় অধ্যক্ষ ক্য থিং অং এর সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকার মোহম্মদপুরে আলহাজ¦ মকবুল আহমদ বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব রেজাউল হাসান। সমিতির যুগ্ম আহবায়ক মো: ইকবাল গনির সঞ্চালনায় কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর সম্বর্ধিত অতিথিকে সংগঠনের নের্তৃবৃন্দরা ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলার সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক সারওয়ার বিন মাসুদ, সোহেল মিনহাল, ইমতিয়াজ আবির, জোবাইর আল মাহমুদ, মোস্তফা সাকিত, জোবাইর উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, মিজানুর রহমান, রিদুয়ানুল হক প্রমূখ। প্রধান অতিথি ভাষণে সম্বর্ধিত অতিথি অধ্যক্ষ ক্য থিং অং বলেন, প্রিয় মাতৃভূমি ও প্রিয়জন হতে হাজার মাইল দূরে অবস্থান করে এবং হাড় ভাঙ্গা শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার ক্ষেত্রে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে নহে দেশের সম্মান বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সূযোগ রয়েছে। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচীতে কক্সবাজারের উন্নয়নও দৃশ্যমান হচ্ছে। আন্তজার্তিক বিমান বন্দরের উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে, রেলপথের কাজ শুরু হয়েছে, মহেশখালীতে সোনাদিয়ায় গভীর সমূদ্র বন্দর স্থাপন ও মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজও এগিয়ে চলেছে। এ উন্নয়নে সুবিধা ভোগ করবে কক্সবাজারসহ সমগ্র দেশবাসী।

উল্লেখ্য অধ্যক্ষ ক্য থিং অং জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক মনোনীত হয়ে বর্তমানে নটিংহাম বিশ^বিদ্যালয়ে মালেশিয়া ক্যাম্পাসে ইডুকেশন লীডারশীপ এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য মালেশিয়ায় অবস্থান করছেন।