সংবাদ বিজ্ঞপ্তিঃ
“জেগে উঠো বাংলার বিবেক” স্লোগানে ১৪ দফা দাবি বাস্তবায়নে দেশের আলোড়ন সৃষ্টিকারী সুপরিচিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
(বি.এম.এস.এফ) এর কক্সবাজার জেলার আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
৫ মার্চ (সোমবার) বিকাল ৪ ঘটিকার সময় দৈনিক আলোকিত উখিয়ার অফিসে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দৈনিক আলোকিত উখিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব মিজান উর রশীদ মিজানের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপস্হিত সকলের মতামতের ভিত্তিতে ২১ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এ সময় মোহাম্মদ মিজান উর রশীদ মিজানকে আহবায়ক করে যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ রেজাউল করিম, কামাল শিশির, আবুল কালাম আজদ, মিছবাহ উদ্দীন। সদস্য সচিব- জসিম উদ্দীন জিহাদ ও যুগ্ন সদস্য সচিব- ফরিদ মিয়া। সদস্য নুরুল আলম সিকদার, মাসেদুল হক আরমান, সাইদী আকবর ফয়সাল, জিয়াউল হক জিয়া,মোঃ আমিন, মোঃ জামাল উদ্দীন প্রমুখ। পরিশেষে সল্প সময়ের মধ্যে জেলার আগ্রহী সকল সাংবাদিকদের সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা আহবায়ক কমিটি গঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
