প্রেস বিজ্ঞপ্তি:

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে কক্সবাজার বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার পক্ষ থেকে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতর আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় চলতি মাসের ১৬ ও ১৭ মার্চ এই সাংস্কৃতিক প্রতিযোগিতা জেলা সাংস্কৃতিক কেন্দ্র অনুষ্ঠিত হবে। এতে প্রথম দিন ১৬ মার্চ সকাল ৯ টায় গ বিভাগের সংগীত প্রতিযোগিতা এবং বেলা সাড়ে ১১ টায় ঘ বিভাগের সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবং বিকাল ৪ টায় সকল বিভাগ(ক.খ.গ.ঘ) এর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া পর দিন ১৭ মার্চ সকাল ৯ টায় সকল বিভাগের চিত্রাংকন,সকাল ১০ টায় ক বিভাগের সংগীত,বেলা ১২ টায় খ বিভাগের সংগীত,এবং বিকাল ৪ টায় সকল বিভাগের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য নির্ধারিত ফরম শহরের প্রধান সড়কের মিষ্টিবন,গোলদিঘীর পাড় এলাকায় নমিতা ষ্টুডিও,স্টেডিয়াম সড়কের শাহাবুদ্দিন ডেকোরেটর,শহরের সরকারি মহিলা কলেজের সামনে জোনাকীর আলো, কোট বাজারের কাজল লাইব্রেরী,এবং রামুর নিউজ ওয়াল্ড এন্টারপ্রাইজ এ পাওয়া যাবে। ৫ মার্চ জেলা বঙ্গবুন্ধ শিশুকিশোর মেলার এক সভায় এ সিন্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ফরহাদ ইকবাল,সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির,সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী,শহর শাখার সভাপতি মাহাবুবুর রহমান,সাধারণ সম্পাদক আবুবক্কর ছিদ্দিক খোকন প্রমুখ।