আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব উপসাগরীয় অঞ্চলের উত্তরের দেশ কুয়েত। কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ খালিদ আল জাররাহ সোমবার বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কুয়েত। তবে দেশটিতে বাংলাদেশিরা বিভিন্ন ধরনের অনিয়ম ও মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশ।