শাহেদ মিজান, সিবিএন:

উখিয়া উপজেলার কুতুপালং থেকে ৪৭ হাজার ইয়াবা ও সাড়ে নয় কেজি গাঁজাসহ মোঃ নুরুল ইসলাম (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যা। রোববার রাত ১০টার দিকে কোম্পানি কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক কুতুপালং ক্যাম্পের মো. হোসেনের পুত্র।

মেজর মোঃ রুহুল আমিন জানান, কুতুপালং এলাকায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় রোহিঙ্গা যুবক মো. হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে, তার বসতঘর তল্লাশী করে ৪৭ হাজার ইয়াবা ও সাড়ে নয় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে একটি সিন্ডিকেট এর মাধ্যমে ওই ইয়াবা ও গাঁজাগুলো মায়ানমার থেকে এনে কুতুপালং ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় পাইকারী বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লক্ষ ৯৫ হাজার টাকা।
আটক রোহিঙ্গা যুবককে উখিয়া থানায় সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মেজর মোঃ রুহুল আমিন।