প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফের হোয়াইক্যংয়ে রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী ২৪তম মহানামযজ্ঞ ও লীলা প্রদর্শনীর আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে  সোমবার থেকে। আজ গোধুলী লগ্নে মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। এতে পৌরহিত্য করবেন বৈষ্ণব প্রবর দুলাল গোস্বামী। পরে অধিবাস কীর্তন করবেন বৈষ্ণব প্রবর জিকু কৃষ্ণ দাশ ও তার দল। সন্ধ্যা ৭ টায় মহতী ধর্মসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপত্বি করবেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার বেদাজ্ঞ। ধর্মসভা ও মহানামযজ্ঞের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার সভাপতি বাদল কান্তি দাশ। প্রধান অতিথি হিসেবে থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের অধিনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের ট্রাষ্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। মহান অতিথি হিসেবে থাকবেন টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বান্দরবান জেলা শাখার সভাপতি ডা: প্রিন্স সেন। ধর্মীয় আলোচক হিসেবে থাকবেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা শাখার সভাপতি জ্যোতিষ ভাস্কর এসকে আচার্য্য, টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল, টেকনাফ উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক শিবু ভট্টাচার্য্য, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কক্সবাজার জেলা সংসদের সভাপতি রাজন আচার্য্য, হোয়াইক্যং রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি মনিশংকর নাথ। এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন হোয়াইক্যংয়ের তরুন রাজনীতিবিদ ও সমাজ সেবক জোনায়েদ আলী চৌধুরী, তরুন রাজনীতিবিদ ও সমাজ সেবক আলমগীর চৌধুরী, ইউপি সদস্য সিরাজুল মোস্তফা, ইউপি সদস্য বাবুধন চাকমা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি স্বপন স্বর্মা রনি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জ্যোতি মল্লিক বাবু প্রমুখ। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগীতা কামনা করেছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার বেদাজ্ঞ, সাধারণ সম্পাদক বাবুল ধর ও অর্থ সম্পাদক শিমুল দাশ।