প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ৪৪তম বার্ষিক সভা সোমবার (৫ মার্চ) অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ বার্ষিক মাহফিলে আমন্ত্রিত ওলামায়েকেরামের মধ্যে রয়েছেন, আল- জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী, ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, ঢাকার মাওলানা মাহমুদ হাসান গুনুবী, আল- জমিয়া আল- ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আখতার হোছাইন, রাজঘাটা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ, জোয়ারিয়ানালা এমদাদুল উলূম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ আবদুল হক, গোরকঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইমাম জাফর আলম, উখিয়ার মাওলানা রফিক উল্লাহ। এছাড়াও বরেণ্য ওলামায়েকেরাম তাকরীর করবেন।

সভায় মাদ্রাসার হেফজ বিভাগ থেকে এবছর হেফজ সমাপ্তকারী ১৫জন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ী) প্রদান করা হবে।

ঐতিহ্যবাহী এ দ্বীনি মাহফিলে ধর্মপ্রাণ জনতাকে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।

মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।