ডেস্ক নিউজ:
ঢাকা ছেড়ে যাওয়ার আগে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লিসা কার্টিস। রোববার বিকালে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে ওই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিএনপি এবং মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, প্রায় পৌনে এক ঘণ্টার পূর্ব-নির্ধারিত ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের কারাবাসসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপির তরফে বেগম খালেদা জিয়াসহ সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান ‘হয়রানীমুলক’ মামলা সংক্রান্ত ৪টি ডকুমেন্ট বই হস্তান্তর করা হয়। গত শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় আসেন লিসা কার্টিস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয় সিনিয়র পরিচালক লিসা সিআইএর সাবেক কর্মকর্তা। সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী, সচিবসহ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক হয় তার। মন্ত্রী-সচিবের সঙ্গে বৈঠকে অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন ট্রাম্পের ওই উপদেষ্টা। উল্লেখ্য, দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী পরিবেশ নিয়ে ধারাবাহিকভাবে কূটনীতিকদের অবহিত করছেন। রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে সরকারী দলের বিরুদ্ধে গণতন্ত্র সঙ্কুচিত করা এবং বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের বিস্তর অভিযোগ রয়েছে দলটির।

–মানবজমিন