স্বনামধন্য শিক্ষাবীদ, দেশ বরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে “ছায়ানীড়”। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দরা এ হামলাকে পূর্ব পরিকল্পিত নীল নকশার অংশ ও মুক্ত চিন্তার উপর আঘাত বলে মনে করেন। নেতৃবৃন্দরা হামলাকারীদের নেপথ্যের কারিগরদের মূল উৎপাটন করতে প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সহযোদ্ধাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরী সংগঠনের কর্মকর্তারা যথাক্রমে-সাংবাদিক আমীনুল হক আমিন, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, নাট্যকর্মী গিয়াস উদ্দীন মুকুল, এ্যাডভোকেট সম্যকদৃষ্টি বড়–য়া, সাংবাদিক আমিরুল ইসলাম মোঃ রাশেদ, এ্যাডভোকেট আরিফুল মোস্তফা, সাংস্কৃতিক সংগঠক ফয়সাল মাহমুদ সাকিব, সাংবাদিক আজিম নিহাদ, অধ্যাপক উজ্জল কান্তি দেব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।