সিবিএন:
চট্টগ্রাম আল জামেয়া আল-ইসলামিয়া পটিয়ায় অনুষ্ঠিত শিক্ষা প্রতিযোগিতায় কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার দুই ছাত্র প্রথম স্থান অর্জন করেছে।
কুরআনের হিফজ প্রতিযোগিতায় ৩০ পারায় আমিন উল্লাহ এবং ১৫ পারায় মুহাম্মদ তানিম প্রথম হয়েছে। বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার তত্ত্বাবধানে ২৮ ফেব্রুয়ারী থেকে এ প্রতিযোগিতা আরম্ভ হয়। ২ মার্চ সমাপনী দিনে প্রথম স্থানকারী দুই ছাত্রের প্রত্যেককে নগদ টাকা ও সনদ দেয়া হয়েছে।
এদিকে কক্সবাজারে দারুল আরক্বম প্রতিষ্ঠার প্রথম বছরেই এই সফলতার জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (৩ মার্চ) বিকাল ৩ টায় বদরমোকাম ফয়সাল টাওয়ারস্থ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
মাদরাসার পৃষ্টপোষক ও পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজির সভাপতিত্বে এতে সাংবাদিক ইমাম খাইর, অভিভাবক মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা মুহিব্বুল্লাহ, শিক্ষক হাফেজ আজিজুল ইসলাম, হাফেজ রাশেদুল হাসান, হাফেজ হুবাইব ও মাওলানা ইশতিয়াক বক্তব্য রাখেন। সভা শেষে মাদরাসার ৪র্থ বর্ষপূর্তি ও কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়।