মো. ফারুক, পেকুয়া:

পেকুয়ায় হামলায় ফরিদা বেগম (৪০) নামের এক গৃহবধু গুরুতর আহত হয়েছে। তিনি উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডার পাড়া এলাকার আলী আহমদের স্ত্রী ও মৌলভী ফেরদৌস আলমের মেয়ে। শুক্রবার ( ২ মার্চ ) দুপুর ২টায় হামলার ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গৃহবধুর শরীরে মারাত্বক জখম রয়েছে। তার ঘাড়ের হাড় ভেঙ্গে গেছে।

আহত ফরিদা বেগমের ছেলে আবু বক্কর বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে আমাদের বসতবাড়ি রয়েছে। বসতবাড়ির জমি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন একই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মোজাম্মেল হক। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন দুপুরে বাড়ির পুরুষ সদস্যদের অবর্তমানে মোজাম্মেল হক ও তার স্ত্রী মিলে আরো কয়েকজনকে ভাড়াটে ব্যবহার করে আমাদের বসতবাড়িতে গিয়ে জবর দখল করার চেষ্টা করে। ওই সময় আমার মা বাধা দিতে গেলে তাদের উপর্যপুরী হামলায় গুরুতর আহত হয়। প্রতিবেশীরা মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। মায়ের ঘাড়ের হাড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসক পরামর্শ দিচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।