মো. আশফাক উদ্দীন আরফাত :
কক্সবাজার জেলার স্বনামধন্য উচ্চ বিদ্যাপীট, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের বার্ষিক শিক্ষা সফর ২০১৮ সম্পন্ন হয়।
আজ(২৭ফেব্রুয়ারি) সকাল ৯টা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রামু ক্যান্টনমেন্ট রোড হয়ে ইনানী সী বীচ, বিকালে পৃথিবীর দ্বীর্ঘতম সমুদ্র সৈকতে এবং সন্ধায় পূনরায় কলেজ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে লটারি কুফন ও লটারির পুরষ্কার বিতরন, দুই গ্রুপে বিভক্ত হয়ে সী-বীচে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।
এসময়, ব্যবস্থাপনা বিভাগের মোট ৮৭জন শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি’র মধ্যে ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রধান জনাবা অধ্যাপিকা সেলিনা আক্তার, প্রভাষক জনাব জয়নাল আবেদিন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ফাহমিদা আক্তার এবং ৩য় বর্ষের ছাত্র সংবাদকর্মী মো. আশফাক উদ্দীন আরফাত সহ, ৩য় বর্ষের প্রতিনিধি আরেফিন রাহাত, ২য় ও ১ম বর্ষের প্রতিনিধি মো. নেচার।