ফরিদুল ্আলম দেওয়ান, মহেশখালী:

মহেশখালীতে টমটম ( ইজিবাইক) উল্টে এক যাত্রী নিহত হয়েছে। ২৫ জানুয়ারি সকাল ১১টায় উপজেলার গোরকঘাটা- জনতা বাজার প্রধান সড়কে হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মনির অাহমদ প্রকাশ মনু (৪৩)।  সে কালাগাজীর পাড়া গ্রামের মৃত শাহ অালমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় হোয়ানকের বানিয়া কাটা গ্রামের আব্দুল মাবুদের মালিকানাধী অদক্ষ চালক দ্বারা পরিচালিত টমটম গাড়ী কালাগাজীর পাড়া বাজার থেকে যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে মাত্র কয়েকশ গজ দুরে যেতে না যেতেই পদ্মপুকুর পাড়ে মোড়ে ঘুরাতেই গাড়ীটি উল্টে যায়। এতে যাত্রী মনির অাহমদ প্রকাশ মনু গাড়ী চাপা পড়ে মারাত্নক অাহত হয়। এ সময় অপর ৫ যাত্রী অাহত হয়। আহত মনিরকে চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য মহেশখালী দ্বীপে অাশংকাজনক হারে টমটম বেড়ে গেছে। অদক্ষ ও অপ্রাপ্ত চালক দ্বারা পরিচালিত এসব টমটম প্রতি দিন কোন না কোন স্থানে দূর্ঘটনা ঘটাচ্ছে। গত একমাসে টমটম ও ডাম্পা দূর্ঘটনায় মহেশখালীতে নারী শিশু সহ অন্তত ৭ জন মারা গেছে।