তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম:
জালিয়াতির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক থেকে ৩৯ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ ফেরুয়ারি) রাতে তাদের নগরীর জাকির হোসেন রোড থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর সদরঘাট এলাকার আইমান এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. শাহ আলম এবং তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক এস এম পারভেজ আলম।
দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, তিন ভাইয়ের স্বাক্ষর জাল করে শাহ আলম বেসরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা ঋণ নেন। বিনিময়ে পৈত্রিক ১১২ দশমিক ৯৭ শতাংশ জমি বন্ধক ব্যাংকের কাছে বন্ধক রাখে। কিন্তু তিনি সেই ঋণ শোধ করেননি। তিনি বলেন, সোমবার রাতে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে নগরীর কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়েছে বলেন তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।