মিছবাহ উদ্দিন :
ঢাকা এবং কক্সবাজারে যুবকদের বিশেষকরে যুব মহিলাদের দরিদ্র বিমোচনে দক্ষতা বৃদ্ধি এবং আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষে রামু উপজেলায় বেসরকারি এনজিও সংস্থা ইপসার এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় সংস্থার রামুস্থ ইয়েস সেন্টারে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন ইপসা প্রকল্প ব্যবস্থাপক আজিজুল বারী আরফাত, প্রকল্প বিবরণী তুলে ধরেন ইপসার ফোকাল পার্সন নাছিম বানু শ্যামলী, অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৈয়ব, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ইপসা সিভিক প্রকল্পের ব্যবস্থাপক ও ফোকাল পার্সন হারুনর রশিদ, ইপসার ডি আই ভিপি প্রকল্প ব্যবস্থাপক জসিম উদ্দিন। এ সময় প্রকল্প বিবরণীতে ইপসার ফোকাল পার্সন শ্যামলী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হল যুবক। যুবসমাজ আমাদের ভবিষ্যতের মূল চালিকাশক্তি। কিন্তু প্রতিনিয়ত তারা বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়। অনেক ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা, সহায়তা এবং সমর্থনের অভাবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই যুবকদের বেকারত্ব এ দেশের জন্য একটি বড় সমস্যা। বিশেষ করে, যুবকদের কর্মসংস্থানের সুযোগ, কর্মমূখী শিক্ষা, অপর্যাপ্ত উন্নত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিশেষায়িত শিক্ষার অভাবই বেকার সমস্যার মূল কারণ। তাছাড়াও মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ, বৈষম্য, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া এবং অভিভাবকদের নেগেটিভ সিদ্ধান্ত মেয়েদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার পথে বাধাগ্রস্থ হচ্ছে। তাই ইপসা যুব সমাজকে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আনতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে yes Center-Youth Empowerment throuth skills নামে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এ প্রকল্পের কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে, কম্পিউটার প্রশিক্ষণ, ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স, অফিস ম্যানেজমেন্ট এবং সেক্রেটারিয়ালি প্রশিক্ষণ, হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ, বেসিক একাউটেন্সি এন্ড বুক কিপিং প্রশিক্ষণ, টুরিষ্ট গাইড প্রশিক্ষণ, জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, স্কুল ছাত্র ছাত্রীদের জন্য দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের অয়োজন করে যাচ্ছে। ইপসার এ প্রশিক্ষণের মাধ্যমে ৪০০ জন যুব ও যুব মহিলারা বিভিন্ন বিষয়ে দক্ষতামূলক প্রশিক্ষণ পাবে এবং দক্ষকর্মী হিসাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
২০০ জন স্কুল ছাত্র ছাত্রীকে দূর্যোগ বিষয়ে প্রশিক্ষণ দিবে যারা নিজ এলাকায় ভূমিকা রাখবে। তাই সংস্থাটি প্রকল্প বাস্থবায়নে দেশ ও দশের স্বার্থে সকল মহলের সহযোগিতা কামনা করেন।