এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

কক্সবাজার সদরের নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন ১০ ফ্রেরুয়ারী সকাল সাড়ে দশটায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্না…….রাজেউন)। একইদিন বিকেল ৫ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের পাহাঁশিয়াখালীস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। তাঁর এ জানাযায় সর্বশ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি ঘটে। তৎমধ্য ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. শাহাব উদ্দিন, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক জসিম উল্লাহ মিয়াজী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্টাতা কামরুল হক চৌধুরী, প্রধান শিক্ষক এ কে এম আলমগীর,পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি,ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, শিক্ষক আবু তাহের,মোহাম্মদ শফি,সিরাজুল ইসলাম, ছৈয়দ করিম,সরওয়ার কামাল,মোস্তাফিজুর রহমান, শের আলী,পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, ব্যবসায়ী জাফর আলম এম এ, শাহনেওয়াজ চৌধুরী মিন্টু,সিরাজুল হক মেম্বার,মফিজুর রহমান,ডা: আমির সুলতান,ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি,তরুন কবি ইফতেখার ঈসপসহ আরো অনেকে। উল্লেখ্য যে, মোহাম্মদ হোছাইন স্যার বহুদিন ধরে জটিল রোগে ভোগছিলেন বলে জানান বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম। সুদীর্ঘ ২২ বছর ধরে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করে আসছিল মরহুম এ শিক্ষক। প্রিয় শিক্ষককে হারিয়ে স্কুলের শিক্ষক – শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ এলাকাবাসী গভীরভাবে শোকাহত হয়ে পড়ে।