নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে অনুষ্টিত হয়েছে মানি লন্ডারিং, জঙ্গী অর্থায়ন ও সন্ত্রাস প্রতিরোধ, বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং সুষ্টু বিতরণ বিষয়ক কর্মশালা। ৯ ফেব্রুয়ারী সকালে সুগন্ধা পয়েন্টের তারকা মানের দি সি প্রিন্সেস হোটেলে অনুষ্টিত হয় উক্ত কর্মশালা। টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক আলহাজ¦ মো: আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিসি ব্যাংক লি: এর এমডি এন্ড সিইও মোসলেহ উদ্দিন আহমেদ, সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টিএমএসএস এর প্রতিষ্টাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনসিসি ব্যাংক লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো: সালেহ, অন্যান্য অতিথির মধ্যে টিএমএসএস পরিচালক (প্রোগ্রাম) মো: জাকির হোসেন, টিএমএসএস এর গভর্নিং বোর্ডের কোষাধ্যক্ষ আয়েশা বেগম, এনসিসি ব্যাংক লি: কক্সবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার নুরুল আবছার, টিএমএসএস পরিচালক মো: জাহেদুর রহমান বক্তব্য রাখেন। কর্মশালার দ্বিতীয় পর্বে মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও সুষ্টু বিতরণে করণীয় সম্পর্কে আলোকপাত করেন এনসিসি ব্যাংক লি: এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জগদীশ চন্দ্র দেবনাথ, মানিগ্রাম সেবার পরিধি বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আলোকপাত করেন টিএমএসএস HEM (op-1) পরিচালক সোহরাব আলী খান, উপ-পরিচালক FRPP, এনসিসি ব্যাংক লি: এর এক্সিকিউটিভ অফিসার মো: সাখাওয়াত হোসেন। কর্মশালায় বক্তারা জঙ্গী অর্থায়ন ও মানি লন্ডারিং প্র্রতিরোধে জনমত গড়ে তোলার মাধ্যমে বৈধ পন্থায় ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের উপর গুরুত্বারোপ করেন।