সিবিএন ডেস্ক:
সারাদেশের নেতাকর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গণতন্ত্রের আওতার সীমার মধ্যে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন। নিজেরা বুলেট বরণ করবেন, কিন্তু কাউকে আঘাত করবেন না। আপনাদের মুষ্টিবদ্ধ হাতই প্রবাদের জন্য যথেষ্ট।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিক্রিয়া জানান তিনি।

রিজভী বলেন, এটা অন্যায় ও প্রতিহিংসার রায়। এ রায় চাকরি বাঁচানোর রায়। এ রায় প্রতিশোধ প্রতিহিংসার রায়। আমরা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রায়ের প্রতিহিংসা দেখলাম। একজন বিধবা, সন্তানহারা, পরিবার পরিজনহারা নারীকে হেনন্থা করা হয়েছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন রিজভীসহ উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা।

রিজভী বলেন, খালেদা থাকলে গণতন্ত্র থাকবে, দেশ থাকবে। এ রায় দেয়া হয়েছে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। সরকার মনের মধ্যে যে বিষ পোষণ করেছিলো রায়ের মধ্যে সেটার প্রতিফলন হয়েছে। জনগণ এ রায় প্রত্যাখ্যান করছে।

এ ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।