প্রেস বিজ্ঞপ্তি:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী’র সহধর্মিনী ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল’র মাতা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আরো শোক প্রকাশ করেছেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবু তালেবসহ উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।