মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি :
রামু উপজেলার কচ্ছপিয়া যুব পরিষদ কর্তৃক আয়োজিত ও আব্দুল করিম ফাউন্ডেশন সৌজন্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিইসি, জেএসসি,ইবতেদায়ী ও জেডিসি পরীক্ষার্থীয় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য বিশাল সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন উখিয়া রুমখা পালং মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ছালেহ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাঈল নোমান বলেন, শিক্ষা ছাড়া জাতি কোন উন্নতি করতে পারেনা তাই যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। কচ্ছপিয়া যুব পরিষদ এ মহৎ কাজ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন,যুব সমাজ পারেনা এমন কোন কাজ নেই, তাই এ ধরনের অনুষ্ঠানের জন্য সবসময় সহযোগিতা করে যাওয়ার ঘোষণা দেন। আজকে এ প্লাস প্রাপ্তদের উৎসাহিত করে গোটা কচ্ছপিয়াকে আলোকিত করেছে এ যুব পরিষদ। এ সময় তিনি এলাকার উন্নয়নের কথা তোলে ধরে বলেন, যুব পরিষদ ও ১ নং গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত লাইব্রেরীর উন্নয়ন কাজের জন্য সহযোগিতার আশ্বাস দেন। এতে প্রধান বক্তা ছিলেন রামু উপজেলার সহকারী শিক্ষা অফিসার সেলিমগীর হোসেন,বিশেষ অতিথি ছিলেন কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব আহাম্মদ, গর্জনিয়া পুলিশ ফাড়ীর ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, কচ্ছপিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, অত্র বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় কমিটির সদস্য অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, আল-গীফারি মাদ্রাসার শিক্ষক মৌলানা মোঃ আমিন, শুকমুনিয়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিদ্দিকুল আজাদ রাশেদ, গর্জনিয়া প্রথমিক স্কুলের প্রধান (ভাঃ) মোঃ শফিউল আলম,কচ্ছপিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক নুরুল হাকিম,সাবেক প্রাইমারী শিক্ষক নাছির মোহাম্মদ, নাপিতের চর স্কুলের সভাপতি জাহাঙ্গীর আলম সওদগার, যুব পরিষদ নেতা মৌলানা জালাল উদ্দীনের সঞ্চালনায় উদ্ভোধনী বক্তব্য রাখেন যুব পরিষদ নেতা ডাঃ শহিদুল্লাহ, সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুল হক, যুগ্ন অহাবায়ক শাহানেওয়াজ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা আবদুল মান্নান,ব্যবসায়ী আনোয়ারুল হক, যুব পরিষদের সদস্য, প্রতিষ্ঠানের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও আত্র ইউনিয়নের যে সকল ছাত্র-ছাত্রী জেডিসি, ইবতেদায়ী, জে এসসি ও পি.ই.সি পরীক্ষায় এ প্লাস পেয়েছে তাদের হাতে সম্মাননা স্বারক (ক্রেষ্ট) তুলে দেন অতিথিবৃন্দ। এ ছাড়াও কচ্ছপিয়া ইউনিয়নের ১ গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবারে ১২ জন এপ্লাস পাওয়ায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যুব পরিষদের পক্ষ হতে শিক্ষক ও কমিটিকে সম্মাননা স্বারক (ক্রেষ্ট) প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এর পর অনুষ্ঠান শেষে অতিথিরা ১ গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে নতুন লাইব্রেরীর ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন।