নীতিশ বড়ুয়া, রামু :

কক্সবাজার সদর উপজেলার দক্ষিন খুরুস্কুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, জ্ঞানচর্চা ছাড়া স্বপ্ন পুরন সম্ভব নয়, প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন পুরন করতে হলে জ্ঞানচর্চার বিকল্প নাই। জ্ঞানচর্চা মানুষকে স্বপ্নের উচ্চ শিখরে পৌঁছে দেয়। বর্তমান শেখ হাসিনার সরকার প্রথম শ্রেণী থেকে উচ্চ শিক্ষার্থীদের স্বপ্ন পূরনে বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরণ করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। সে সাথে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি দিয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পুরণ করে যাচ্ছে। তিনি বলেন, নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ার জন্যও শিক্ষার কোন বিকল্প নাই। আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার সরকারের সময়ে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি। একসময় বিপুলসংখ্যক কোমলমতি শিক্ষার্থী স্কুলে যাওয়ারই সুযোগ পেতো না। অনেকে আবার বই, খাতা, কলমের অভাবে প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়তো। বড় ভাই-বোনদের পুরাতন বই নেয়ার অপেক্ষায় থাকতো। যথাসময়ে শিক্ষার্থীরা পাঠ্যবই পেতো না। শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অসংখ্য তরুণীকে বাল্য বিয়ের শিকার হয়ে নির্মম জীবন বেছে নিতে হতো। বর্তমান সময়ে বদলে গেছে শিক্ষাক্ষেত্র, পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। আজ শেখ হাসিনার সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে রয়েছে শিক্ষা। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ। সবার জন্য শিক্ষা, সাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যালয়ে শতভাগ ভর্তির হার, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার হ্রাসসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রই এখন রোল মডেল হিসেবে বাংলাদেশ বিশ্বের বহু দেশের কাছে অনুকরণীয়।

গতকাল রবিবার (২৮ জানুয়ারি) বিকালে দক্ষিন খুরুস্কুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আয়োজনে তিনি একথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন, খুরুস্কুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, দক্ষিন খুরুস্কুল আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফেজ মোঃ শাহ আলম। দক্ষিন খুরুস্কুল আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তরুণ আলো প্রকল্প, কোডেক ও মানুষের জন্য ফাউন্ডেশন। এছাড়া সাংসদ সাইমুম সরওয়ার কমল খুরুস্কুল ইউনিয়নের পুরাতন আদর্শ গ্রামে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি এলাকার উন্নয়ন নিয়ে জনসাধারণের সাথে আলাপ করেন।