হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

সেন্টমার্টিনদ্বীপে হোটেল ভাংচুর করার অভিযোগে সাবেক এক মেম্বারকে আটক করা হয়েছে। তিনি হলেন সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুল আলম। ২৭ জানুয়ারী সকালে দ্বীপের পুলিশ দল তাঁকে সেন্টমার্টিনদ্বীপ থেকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

সেন্টমার্টিনদ্বীপ পুলিশ ফাঁড়ির আইসি সাব-ইন্সপেক্টর ওসমান ২৭ জানুয়ারী রাতে জানান, সেন্টমার্টিনদ্বীপে আবাসিক হোটেল ‘অবকাশ’ ভাংচুর করার অভিযোগে সাবেক মেম্বার শামসুল আলমকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে হোটেল ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেন্টমার্টিনদ্বীপে আবাসিক হোটেল ‘অবকাশ’ ভাংচুর করার অভিযোগে হোটেলের ম্যানেজার নুরুল আলম ভোলা লিখিত অভিযোগ দাখিল করেছেন’।

এদিকে সেন্টমার্টিনদ্বীপ থেকে বিভিন্ন সুত্রে জানা গেছে সাবেক মেম্বার শামসুল আলমের বিরুদ্ধে হোটেল ভাংচুর ছাড়াও ইয়াবা, মাদক, মানব পাচার, নারী কেলেংকারীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাঁকে ছাড়িয়ে নিতে প্রভাবশালী কিছু ব্যক্তি তৎপরতা চালিয়ে যাচ্ছে।