সিবিএন:
চকরিয়া উপজেলার খুটাখালী হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আধ্যাত্নিক ব্যক্তিত্ব পীরে কামেল হাফেজ মাওলানা আব্দুল হাই (রাহ.) এর নামাজে জানাজা শেষে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেলেন বেলাল উদ্দিন (৩৫) নামে এক যুবক।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে উত্তর হারবাং এলাকায় সড়ক দূর্ঘটনটি ঘটে।
নিহত বেলাল কক্সবাজার পানবাজার রোড় হকার্স মার্কেটের সায়েম ফ্যাশনের মালিক। তার বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া বিল্লিয়াপাড়ায়। সাংসারিক জীবনে তিনি ১ মেয়ে সন্তানের জনক।