ইমরান হোসাইন, পেকুয়া:

জাতীয় শিক্ষা সপ্তাহ’১৮তে পেকুয়া উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক (কম্পিউটার শিক্ষা) নির্বাচিত হয়েছেন পেকুয়ার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক মো: জাহাঙ্গীর আলম। একইসাথে মাধ্যমিক স্কুল পর্যায়ে তার সুযোগ্য কন্যা জাহ্রা সুজাইর শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তিনি পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।

রবিবার (২১জানুয়ারী) জাতীয় শিক্ষা সপ্তাহ’১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএফএম হাসান পিতা ও কন্যাকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

মো: জাহাঙ্গীর আলম ১৯৯৮ সাল থেকে পেকুয়ায় শিক্ষকতা করে আসছেন। এছাড়াও কম্পিউটার শিক্ষায় তার যথেষ্ট সুনাম রয়েছে।

এদিকে তার কন্যা জাহ্রা সুজাইর জেলা-উপজেলায় জাতীয় শিশু পুরুস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরুস্কার প্রতিযোগিতায় বিভিন্ন সময় গান ও কবিতায় ৩০বারের মত পুরুস্কারে ভূষিত হন। ২০১৬ সালে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় গণিত ও কম্পিউটার বিষয়ে উপজেলার বর্ষসেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন।