সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির সদস্য আব্দুল আলম মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিরার (২১ জানুয়ারী) বেলা দেড়টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজারস্থ ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ তরেন।
আব্দুল আলম উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার আলী হোসাইনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।
মরহুম আব্দুল আলমের নামাজে জানাজা রবিবার রাত সাড়ে ৮ টায় জালিয়াপালং বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। এতে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ হাছান, সাধারণ সম্পাদক হাফেজ আহমদ জিসান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, শওকত আলম, শাহজাহান, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, মু. ইলিয়াছসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা আইনজীবী সহকারী সমিতির তরুণ সদস্য আব্দুুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমিতির সভাপতি মোহাম্মদ হাছান এবং সাধারণ সম্পাদক হাফেজ আহমদ জিসান। তারা সমিতির নিবেদিত এই সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানান।