মোহাম্মদ জুবায়েদ.পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় অরাজনৈতিক সংগঠন “অপ্রতিরোধ্য চট্টগ্রাম পরিষদ”এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পেকুয়া শাখার অভিষেক অনুষ্টান সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারস্থ ওয়াপদা চত্ত্বরে চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আদনান এলাহী তুহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ ইকফাত ফয়সাল ছোটনের পরিচালনায় উক্ত অনুষ্টানের উদ্বোধক ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বারেক, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এএইচএম বদিউল আলম, সুপ্রীম কোর্টের আইনজীবি এড. মহি উদ্দিন, যুবলীগ সহ-সভাপতি জিয়াবুল হক জিকু, আ’লীগ নেতা মোঃ ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এহতেশামুল হক, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, চট্টগ্রামস্থ পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের সভাপতি সোহেল আজিম, সদস্য শহীদুল ইসলাম আজিজ, কক্সবাজারস্থ পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের সভাপতি ইকবাল হোছাইন। উক্ত অনুষ্টানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সকালের কক্সবাজারের পেকুয়াস্থ স্টাফ রিপোর্টার ও সুপ্রভাত বাংলাদেশের পেকুয়া প্রতিনিধি এম.জুবাইদ, সকালের কক্সবাজারের পেকুয়া অফিস প্রতিনিধি এম নাজিম। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাকেরিয়া, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজারের প্রতিনিধি হাসেম, ইনানী প্রতিনিধি রিয়াজ উদ্দিন, রূপসীগ্রাম প্রতিনিধি সাখাওয়াত হোসেন সুজন, দেশবিদেশ প্রতিনিধি এফ এম সুমন, কক্সবাজার ৭১ প্রতিনিধি জালাল প্রমুখ।

পরে শীতার্ত অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। এসময় অপ্রতিরোধ্য চট্টগ্রাম পরিষদ পেকুয়া শাখার নবগঠিত কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক আমির হামজা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবতার সেবায় সবার আগে সবসময় এ শ্লেগানকে সামনে নিয়ে অপ্রতিরোধ্য চট্টগ্রাম পরিষদ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে তারা ছাত্র হয়েও প্রথম পেকুয়ায় যে মানবতার সেবায় নিজেরা এগিয়ে এসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিয়ে পেকুয়ায় নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। অপ্রতিরোধ্য চট্টগ্রাম পরিষদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।