বার্তা পরিবেশক

কক্সবাজার জেলায় যাত্রা শুরু করেছে নাভানা এলপিজি গ্যাস। স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এই নাভানা এলপিজি গ্যাস এনেছেন জেলাবাসীর জন্য। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে লিংকরোডের মুহুরী পাড়াস্থ প্রধান সড়কের পার্শ্বে রাবারড্রাম রাস্তার মাথায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে নাভানা এলপিজি গ্যাস এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমান সরকার দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে সব ধরনের কাজ করে যাচ্ছে। বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া দেশের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব নয়, তাই সরকার বেসরকারি খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের কর্ণধার ও কক্সবাজার নাভানা এলপিজি গ্যাসের চ্যানেল পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী সমশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীচ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ.এম.জি ফেরদৌস, সমাজ সেবক আনিসুল হক চৌধুরী, ব্যবসায়ী জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলার ডিষ্টিবিউটর মেসার্স জাহান ট্রেডার্স এর সত্বাধিকারী হায়দার আলী, টেকনাফ উপজেলার ডিষ্টিবিউটর হাফেজ আহমদ ও রামু উপজেলার ডিষ্টিবিউটর মোস্তাক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদ উল্লাহ শহিদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন-মসজিদে গাউছিয়া কমপ্লেক্সের খতিব কক্সবাজার সদরের নাভানা এলপিজি গ্যাসের ডিষ্টিবিউটর মাওলানা আনোয়ার হোছাইন। অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজারে নবপথ চলা নাভানা এলপিজি গ্যাসের জন্য পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় শীঘ্রই ডিষ্টিবিউটর নিয়োজিত করা হবে। এ জন্য মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের ম্যানেজার শহীদুল্লাহ শহীদের (০১৮১৬-৪৬২৩২২) মুঠোফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।