খালেদ হোসেন টাপু, রামু:
রামু উপজেলাধীন জোয়ারিয়ানালায় অতি জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজের উন্নয়নকাজ পরিদর্শন ও একটি ব্রিক সলিং সড়কের শুভ উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।
সোমবার ১৫ জানুয়ারি সকাল ১১ টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি ব্রিজের উন্নয়নকাজ ও ইলিশিয়া পাড়ার ব্রিক সলিং সড়ক উদ্বোধনে গেলে এলাকার সর্বস্তরের জনতা উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে স্বাগত জানান। এসময় তিনি এলাকার মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বর্তমান সরকার উন্নয়নে বদ্ধপরিকর। বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে রামুতে সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তা ঘাট, সড়ক ব্রিজসহ সব ধরণের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে এলাকার উন্নয়ন আরো বেগবান হবে।
পরিদর্শনকালে জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, মুফিজ মেম্বার, এলাকার মুরব্বি জিয়াবুল হাকিম, তাহের মেম্বার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহির আহমদসহ এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।