প্রেস বিজ্ঞপ্তি
কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপি’র বনভোজন ও মিলন মেলায় প্রধান অথিতির বক্তব্যে কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, বর্তমান বিনা ভোটের সরকারের হাতে আইনের শাসন ও গণতন্ত্র আশা করা দুরুহ ব্যাপার, এখানে যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। সেখানে তাদের কাছে দেশ এবং আপামর জনতা নিরাপদ কীভাবে হবে? তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বপন্থী জাতীয়তাবাদী পরিবারকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এরই অংশ হিসাবে আওয়ামীলীগ সরকার নানা অজুহাতে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে? তাদের এসব অপকর্মের জবাব মানুষ ব্যালটের মাধ্যমে দিতে একটি সুষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করে তিনি আগামীতে কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচি সফল করতে সবাইকে প্রস্তত থাকার আহবান জানান।
কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল হুদা মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও যুবদল সাধারণ সম্পাদক মনজুর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বনভোজন ও মিলন মেলায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আকতারুল আলম চৌধুরী, রামু উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফোরকান আহমদ, সাংগঠনিক সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য যথাক্রমে মুজিবুল হক, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুফিদুল আলম, রামু উপজেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মোকতার আহমদ মেম্বার, মিঠাছড়ী বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খাঁন, সহ-সভাপতি ফয়সাল কাদের, জাবেদ ইকবাল, ফতেখাঁরকুল সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক টিপু সুলতান চৌধুরী, দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ, প্রচার সম্পাদক শাহ নূর উদ্দিন বাবু, যুবদলের আহবায়ক মির্জা নুরুল আবছার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবু, জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম টিপু, ছাত্রদলের সভাপতি এইচ এম মাসুদ, কৃষকদলের সভাপতি হানিফ জিহাদি, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন মান্নু, কাউয়ারখোপ যুবদলের সভাপতি আবদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি এইচ এম বদি, যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন বাদশা, স্বেচ্ছাসেবকদল সভাপতি হাবিব উল্লাহ, ছাত্রদলের সভাপতি নুরুল আমিন, কৃষকদল নেতা আবদুল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।