মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামে ছোট ছেলেদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবদুল কাদের (৪৬) নামে দিনমজুর আহত হয়েছে।
১৩ জানুয়ারী (শনিবার) বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তি ওই এলাকার মকবুল আহাম্মদের ছেলে।
তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়া হয়েছে।
স্থনীয়রা জানায়, ফুটবল খেলা নিয়ে আবদুল কাদেরের ছেলে আবদুল হাই (১৪) ও মোঃ ইসলামের ছেলে তারেকুর রহমান (১৩) এর মধ্যে কথা কাটাকাটি হয়।
ঘটনাটি উভয়পক্ষে সংঘর্ষে রূপ নেয়। এতে আবদুল কাদেরের মাথা ফেটে যায়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (ওসি তদন্ত) কাজী আরিফ উদ্দিন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
কচ্ছপিয়ায় ছোটদের ফুটবল খেলা নিয়ে দুইপক্ষে সংঘর্ষ, আহত ১
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।