প্রেস বিজ্ঞপ্তি :

সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, বর্তমান সরকার বিনা পয়সায় সার, দশ টাকা দামের চাল, ঘরে ঘরে বিদ্যুৎ ও চাকরী দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অবৈধ পথে ক্ষমতায় এসে দফায় দফায় কৃষি উপকরনের মূল্য বৃদ্ধি করায় কৃষকরা এখন ঠিকমত চাষ করতে পারছে না, বার বার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করেছে। যে কারনে দিনে দিনে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। অথচ বিএনপি যখন ক্ষমতা ছেড়ে যাচ্ছিল তখন ইউরিয়া, টি.এস.পি সারসহ সবধরণের কৃষি উপকরনের মূল্য বর্তমানের চেয়ে তিনগুন কম ছিল উল্লেখ করে কেন্দ্রীয় নেতা কাজল বলেন, সরকার ষড়ষন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে দেশ পরিচালনাতো দুরের কথা দেশকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। বৃহস্পতিবার পিএমখালী জুমছড়ী এলাকায় ইউনিয়ন কৃষকদলের আয়োজিত কৃষক সমাবেশে সাবেক এমপি লুৎফুর রহমান কাজল উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ্ আমানুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিএমখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছৈয়দ নূর সওদাগর, জেলা কৃষকদলের সভাপতি (ভারপ্রাপ্ত) এডঃ তারেক, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মুসলেম উদ্দিন মেম্বার, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আবুল হোসেন মাস্টার, নুরুল ইসলাম মেম্বার, সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাছন, বিএনপি নেতা সিরাজুল হক ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বেলাল উদ্দিন, যুবদল নেতা মমতাজ আহমদ, ডাঃ জামাল উদ্দিন, মাস্টার নুরল আজিম, নিশাদ মোহাম্মদ চৌধুরী, খুরশেদ আলী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম-সম্পাদক কামরুল হক রুবেল, কৃষকদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হারুন, নুরুল হুদা, নুরুল আলম, আব্দুল হাকিম, জাগের আহমদ, নুরুল আবছার, মোহাম্মদ দানু, নুরুল ইসলাম, আবদুল্লাহ্, খুইল্ল্যা মিয়া, দুধু মিয়া, ওবাইদুল হক, আবদু রহমান, ফরিদুল আলম, নুরুল আলম (২) নুরুল হুদা, আব্দুল জব্বার, নুরুল হুদা লুদু, খাইর আহমদ, সলিম, সালেহ আহমদ, রহিম উল্লাহ্, নুরুল আবছার (২) ফজল আহমদ, এফাজ উল্লাহ্, ফয়েজ আহমদ, খুইল্লা মিয়া (২), নাগু, জামাল, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, এহছানুল করিমসহ যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গর্জনিয়া মাঝিরকাটার হাজী ইসলামের মৃত্যুতে লুৎফুর রহমান কাজলের শোক

গর্জনিয়া মাঝিরকাঠা কিন্ডার গার্ডেন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী মোহাম্মদ ইসলাম (৫৮) আজ বিকেল ৪ টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। শুক্রবার বেলা ৩ টায় মাঝিরকাঠা কিন্ডার গার্ডেন দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে। এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনান।